Claim
নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকে একটি ইংরেজি দৈনিক পড়তে দেখা যাচ্ছে এবং ইঙ্গিত করা হচ্ছে তার মৃত্যুর খবরের ছড়িয়ে পড়াটা তার নিজেরই এক কৌশল। ছবিতে বলা হচ্ছে , "২৩ শে আগস্ট ১৯৪৫ সুপার এক্সপ্রেস পত্রিকায় নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু সংবাদ প্রকাশিত হয়। নেতাজি নিজের মৃত্যু সংবাদ নিজেই খবরের কাগজে দেখছেন।"
Fact
বুম এর আগেও ছবিটির তথ্য যাচাই করেছে ২০২১ সালে। আমরা দেখি এই ছবিটি ফটোশপ দ্বারা সম্পাদিত। সোশ্যাল মিডিয়ায় ছবিটির উৎস লেখক অনুজ ধরের প্রোফাইল থেকে যিনি নিজে একজন নেতাজি মৃত্যু তদন্তের গবেষক। উনি যে ছবিটি পোস্ট করেন ২০১৮ সালের ২৭'এ মে, সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বোসকে জাপানের সবচেয়ে বড়ো এবং প্রাচীনতম খবরের কাগজ নিপ্পন টাইমস পড়তে দেখা যাচ্ছে। টুইটে লেখা রয়েছে এই নিপ্পন টাইমস এখন জাপান টাইমস নাম পরিচিত। পরবর্তীকালে যখন নেতাজির মৃত্যুর খবরের এই সম্পাদিত দৈনিক প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় উঠে আসে তখন অনুজ ধর নিজেই সম্পাদিত ছবিটি টুইট করে জানিয়েছিলেন এটি একজন ব্যবহারকারী দ্বারা তৈরী কিছু 'কল্পনা মিশিয়ে'।