Claim
কর্নাটকের গুলবর্গাতে অনুষ্ঠিত পুরনো রামনবমীর ভিডিও সোশাল মিডিয়ায় মিথ্যে দাবি সহ শেয়ার করা হচ্ছে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে দিল্লির রাজপথে ভারতের হিন্দুদের প্রতিবাদ। ৩০ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "অশেষ ধন্যবাদ ভারতীয় হিন্দুদের, উত্তাল দিল্লির রাজপথ.. বিচার হবেই হবে.."।
Fact
বুম ভিডিওটির কয়েকটি মূল ফ্রেম রিভার্স সার্চ করে একই দৃশ্যের একটি দীর্ঘ ভিডিও খুঁজে পায়। ১৩ এপ্রিল ২০১৯ ইউটিউবে আপলোড হওয়া ওই ভিডিওর শিরোনাম লেখা হয়েছিল, "গুলবর্গায় পৃথিবীর সব থেকে বড় রামনবমী উদযাপন শোভাযাত্রা, ২০১৯।" বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে উত্তাল দিল্লির রাজপথ দাবি করা এই ভিডিওটির দৃশ্যের হুবহু মিল পাওয়া যায় কর্নাটকের গুলবার্গার ওই ভিডিওটির সঙ্গে। ২০২১ সালের অগস্ট মাসে এই ভিডিওর সঙ্গে সম্পাদিত শব্দ জুড়ে দাবি করা হয়, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহরমের শোভাযাত্রার পাল্টা হিসেবে হিন্দুরা পাকিস্তান বিরোধী স্লোগান দিয়েছে। একই সাম্প্রদায়িক দাবিতে ভিডিওটি ২০২০ সালের ডিসেম্বর মাসে ভাইরাল হলে বুম প্রথম এই ভিডিও সংক্রান্ত ভুয়ো দাবির তথ্য-যাচাই করে।