Claim
‘‘উত্তর ভারতে মুসলিমরা ভগবান শ্রী রামচন্দ্রের আরতি করছেন সবাই দর্শন করুন।’’
Fact
ফেসবুক পোস্টে ৩০ সেকেন্ডের রাম আরতির ভিডিও শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে, উত্তর ভারতে মুসলিমরা শ্রী রামচন্দ্রের আরতি করছেন। ভাইরাল ভিডিওটি ২০১৯ সালের। ভগবান রামের ছবির নীচে ‘বিশাল ভারত সংস্থান’ লেখা রয়েছে। ভিডিওতে থাকা মহিলার প্রত্যেকে উত্তরপ্রদেশের বারাণসীর ‘মুসলিম মহিলা ফাউন্ডেশন’-এর সদস্যা। ২০১৭ সালের জুলাই মাসে ভিডিওটি শেয়ার করে ভুয়ো খবর ছড়ানো হয়েছিল যে ওই মহিলার সনাতন ধর্ম গ্রহণ করেছেন। সে সময় বুম ভিডিওটি খণ্ডন করে।