Claim
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও এবং দাবি করা হয় একটি ভারতীয় মাদ্রাসায় বাচ্চাদের খুনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওতে একজন মুসলমান শিক্ষককে কিছু বাচ্চাদের ধারালো অস্ত্র সহ কিছু প্রশিক্ষণ দিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এই বিষয় দাবি করা হয় এই মাদ্রাসা ভারতেই অবস্থিত এবং এখানে 'গলা কাটার' প্রশিক্ষণ দেওয়া হয়। একজন ব্যবহারকারী ফেসবুকে এই ভিডিও পোস্ট করে লেখেন,"গলা কাটার ট্রেনিং চলছে মাদ্রাসায়। আর আমাদের জন্য অহিংসা পরম ধর্মের বিধান!" এই একই ভিডিও অন্যান্য ভাষায় ক্যাপশন সহ ভাইরাল হতে দেখা গেছে।
Fact
বুম এর আগেও এই ভিডিওর তথ্য যাচাই করে দেখে ভিডিওটি আসলে ভারতের নয়, ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের জেম্বার শহরে মাবেস-আল-হাসবিতে তোলা। এছাড়াও ভিডিওটি সাম্প্রতিককালের নয়, কিছু বছর পুরনো। আমরা দেখি এই ভিডিওতে ধারালো অস্ত্র থেকে রক্ষা পাওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় বাচ্চাদের। আমরা এই ভিডিওর এক দীর্ঘ সংস্করণ একটি ইউটিউব চ্যানেলে খুঁজে পাই যেটি আপলোড করা হয় ১ মে, ২০১৯ তারিখে। এই একই ভিডিও আমরা ২০১৯ সালে ইন্দোনেশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইলেও দেখতে পাই। এছাড়াও ভিডিওতে উপস্থিত কিছু ইঙ্গিত থেকে এবং তথ্য যাচাইকারী সংস্থা ‘মাফিন্দো’ এবং ‘কাপানলাগি ইউনিভার্স’-এর সঙ্গে যোগাযোগ করে আমরা তোলা ভিডিওর ঠিকানা সংগ্রহ করি এবং দেখি ভিডিওটি পূর্ব জাভা প্রদেশের জেম্বের শহরে মাবেস-আল-হাসবি পুসাতে তোলা হয়েছে।