Claim
সোশাল মিডিয়ায় সুভাষচন্দ্র বসুর ফোটোশপ করা একটি সাদা-কালো ছবি শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে, তিনি নিজের বিমান দূর্ঘটনায় মৃত্যুর খবর সংবাদপত্রে পড়ছেন। ফেসবুক পোস্টটিতে লেখা হয়েছে, “২৩ শে অগস্ট ১৯৪৫ সুপার এক্সপ্রেস প্রত্রিকায় নেতাজি বিমান দুর্ঘটনায় মৃত্যু সংবাদ প্রকাশিত হয়, নেতাজি নিজের মৃত্যু সংবাদ নিজেই খবরের কাগজে দেখছেন।”
Fact
বুম যাচাই করে দেখে ছবিটি ফোটোশপ করে তৈরি করা হয়েছে। আসল ছবিতে সুভাষচন্দ্র মোটেই বিমান-দুর্ঘটনায় নিজের মৃত্যুর প্রকাশিত সংবাদ পড়ছেন না। তাঁর মৃত্যুর খবর দেওয়া প্রতিবেদনটিও সম্পাদনা করে ছবিটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। নেতাজিকে নিয়ে লেখা বইয়ের লেখক অনুজ ধর ছবিটি ২০১৮ সালের ২৭ মে টুইট করে ক্যাপশন লেখেন, "সুভাষচন্দ্র জাপানের বৃহত্তম এবং প্রাচীনতম ইংরাজি দৈনিক নিপ্পন টাইমস (আধুনা নাম জাপান টাইমস) পড়ছেন।” ২০১৯ সালের ১৮ অগস্ট অনুজ ধর সম্পাদিত ছবিটি টুইট করে জানিয়েছিলেন, ছবিটি নাকি @BiplabC2 নামের টুইটার হ্যান্ডেল-এর কল্পিত নির্মাণ। ওই হ্যান্ডেলটি বর্তমানে সাসপেন্ড অবস্থায় রয়েছে। বুম এই ভুয়ো ছবিটি ২০২১ সালের অক্টোবর মাসে প্রথম তথ্য-যাচাই করেছিল।