Claim
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে হাঁটা এক ব্যক্তির ফোটোশপ করা ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "ছবিতে লম্বা ও চওড়া পেছনের হাফপ্যান্ট পরা ভদ্রলোক তাকে কোথায় যেন দেখেছি। খুবই চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছি না।"
Fact
বুম দেখে আরএসএস-এর পোশাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় দাবি করা ছবিটি সম্পাদিত। ২০১৪ সালের ৩ নভেম্বর উত্তরপ্রদেশের আগ্রায় আরএসএস কর্মীদের একটি প্রশিক্ষণ শিবিরে ছবিটি তোলা হয়। সংঘ প্রধান মোহন সঙ্গে অন্য এক আরএসএস কর্মী ছিলেন সে সময়। ভাইরাল ছবিটিতে ওই মূল ছবির ব্যক্তির মাথা বদলে দেওয়া হয়েছে ফোটোশপ করে। ২০১৯ সালে নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে জগদীপ ধনখড় বলেন, “আমি আরএসএস-এর সদস্য নই। কিন্তু আমার বলতে দ্বিধা নেই যে, এর সদস্য হতে পারলে আমি আনন্দিত হতাম। কারণ তারা (আরএসএস) জাতীয়তাবাদে বিশ্বাস করে। সেটি পৃথিবীর শ্রেষ্ট সংগঠনগুলির মধ্য একটি। এবং আরএসএস-এর সদস্য না হওয়ার জন্য আমার ভেতরে আমি একটা শূন্যতা অনুভব করি।’’ বুম ভুয়ো দাবিতে ভাইরাল হওয়া ছবিটি ২০২০ সালে তথ্য-যাচাই করেছিল।