Claim
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট ভাইরাল হয়েছে যেখানে এক ছবিতে একজন বৃদ্ধ মানুষকে একটি রিক্সায় বসে থাকতে এবং একটি মেয়েকে সেই রিক্সা টানতে দেখা যায়। ওই পোস্টে ছবিটির বিষয়ে দাবি করা হয়, "যে মেয়েটি রিক্সা টানছে সে ২০১৮ সালের ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) পরীক্ষায় প্রথম হয়েছে। যাত্রী তার বাবা।যার অক্লান্ত পরিশ্রমে তার স্বপ্ন পূরণ সম্ভব হয়েছে, তাকে রিক্সায়(কলকাতার) চড়িয়ে সে শহর প্রদক্ষিণ করে। মেধাবী মেয়েটির বাবার ত্যাগের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও সন্মান জানানোর এক অভিনব প্রয়াস। সারা ভারতবাসী সহ সারা বিশ্বকে জানান দেয়া হলো। পিতার প্রতিটি ঘামের ফোটায় শ্রদ্ধা ও ভালবাসায় কণ্যার অফুরন্ত ত্যাগ ও প্রতিদান। অবাক পৃথিবী চেয়ে চেয়ে দেখো। পিতা-কন্যার এই ভালবাসার বিনিময়ে আমরা বাকরুদ্ধ। "
Fact
বুম ২০১৮ সালে একই ভুয়ো দাবিতে ছবিটি ভাইরাল হলে তার তথ্য যাচাই করে। আমরা সেসময় দেখতে পাই ২০১৮ সালের এপ্রিল মাসে শ্রমণা পোদ্দার নামক একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছবিটি পোস্ট করেছিলেন। পশ্চিমবঙ্গের চন্দননগর শহরের বাসিন্দা শ্রমণাকে বুমের তরফে ভাইরাল দাবির বিষয়ে জিজ্ঞাসা করা হলে শ্রমণা দাবিটি খণ্ডন করে জানান তিনি কোনও ‘আইএএস টপার’ নন বরং একজন ট্র্যাভেল ব্লগার। ছবিটি ভাস্কর নামক একজন তুলেছিলেন বলে জানা যায়। এর আগে এই ভুয়ো দাবি ভাইরাল হলে শ্রমণা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে দাবিটি খণ্ডন করে পোস্ট করেছিলেন।