Claim
সোশাল মিডিয়ায় পরস্পরের সম্পর্কহীন এক সেট ছবি শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে ছবিগুলি সমুদ্রে তলিয়ে যাওয়া পৌরাণিক দ্বারকা নগরীর ছবি। ছবিগুলি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "সমুদ্রে বিলীন হওয়া পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের দ্বারকা নগরী এখনও জলের নিচে বিরাজমান। সনাতন যে সত্য তার প্রমাণ।"
Fact
বুম যাচাই করে দেখে ছবি গুলি পরস্পর সম্পর্কহীন। ২০১৯ সালের অক্টোবর মাসে ছবিগুলি একই দাবি সহ ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করেছিল। বুম সেই সময় তথ্য যাচাই করে দেখে দুটি ছবি ফ্লোরিডার নেপচুন মেমোরিয়াল রিফের, যা একটি জলের তলার একটি সমাধিস্তল। চিতাভস্মের সঙ্গে সিমেন্ট মিশিয়ে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আকার দেওয়া হয়। আবর কয়েকটি ওয়েবসাইটে কিছু ছবিকে কল্পকথার শহর আটলান্টিসের ছবি বলে দাবি করা হয়েছে। বুম সব ছবি স্বাধীনভাবে চিহ্নিত করতে না পারলেও নিশ্চিত হয়েছে সেগুলি পৌরাণিক দ্বারকা শহরের ধ্বংসাবশেষ নয়।