Claim
বাইক-আরোহী একজন পুরুষ ও মহিলাকে মাঝ রাস্তায় থামিয়ে মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে নির্যাতন করার একটি ভিডিও উত্তরপ্রদেশে দলিত দম্পতির উপর উচ্চবর্ণের অত্যাচার বলে বিভ্রান্তিকর দাবি করে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ৪৫ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "স্তন ছিঁড়ে দিয়ে শ্লীলতাহানি করে দেওয়ার ফতোয়া আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে । উচ্চবর্ণের এলাকা দিয়ে যাতায়াতের পথে দলিত হরিজন সম্প্রদায়ের স্বামী স্ত্রী সেটাই অনুভব করলো । ভিডিও ও শব্দ গুলো বন্ধ না করেই পোষ্ট করলাম , আমার সোনার বাংলার মা , বোনেরা ক্ষমা করবেন।" ভিডিওটির স্পর্শকাতর বিষয়বস্তুর জন্য বুম সেটিকে প্রতিবেদনে অন্তরভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে।
Fact
বুম ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভিডিওটি ভিন্ন এক দাবিসহ ভাইরাল হলে তার তথ্য যাচাই করে। বুম সেসময় রিভার্স ইমেজ সার্চ করে ৫ অক্টোবর, ২০২১-এর একটি ফেসবুক পোস্টে ভিডিওটি দেখতে পায় যেখানে সেটি বিহারের ছাপরার ঘটনা বলে দাবি করা হয়। এই সূত্র ধরে, কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা ৭ অক্টোবর, ২০২১-এর নিউজ ওয়ার্ল্ড ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট সহ একটি রিপোর্ট দেখি। প্রতিবেদন অনুসারে, ছাপরার একটি গ্রামে এক মহিলাকে শারীরিক ভাবে নির্যাতনের ঘটনা এটি। লাল্লানটপের প্রতিবেদন থেকে জানা যায়, সারান জেলার দরিয়াপুর পুলিশ স্টেশন এলাকার অধীনে দরিয়াপুর রেল কারখানা থেকে দারিহারা চাওয়ার যাওয়ার রাস্তায় ঘটনাটি ঘটে। নবভারত টাইমসের প্রতিবেদন অনুসারে, ছয় জন অভিযুক্তর পরিচয় হল অখিলপুরের গুড্ডু রায়, আমোদ রায়, রাকেশ কুমার ও ধর্মেন্দ্র কুমার এবং সমনচকের অরবিন্দ কুমার ও নিতিশ কুমার। পুলিশ জানায় ঘটনাটি ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখের এবং অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।