Claim
পুলিশের সঙ্গে হিজাব পরিহিত এক ভিন্ন মেয়ের ছবি ‘আল্লাহ আকবর’ বলে শিরোনামে আসা কর্নাটকের কলেজছাত্রী মুসকান খানের ছবি বলে সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়ছে, "দেখুক রাম রাম বলা নাস্তিকরা! আল্লাহু আকবারের তাকবিরের আওয়াজের শক্তি। অবশেষে মুসকান নামের বোনটিকে সর্বচ্চ সম্মান দিতে বাধ্য হলো ভারতীয় পুলিশ। এবং কোর্টের রায় এসেছে এখন থেকে হিজাব পড়েই বিশ্ববিদ্যালয়ে জেতে পারবে ছাত্রিরা।" (বানান অপরিবর্তিত)
Fact
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি কর্নাটকের মাণ্ড্য কলেজের পড়ুয়া মুসকান খানের নয়। বুম রিভার্স ইমেজ সার্চ করে দেখে ছবিটি সম্পর্কে বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন খুঁজে পায়। প্রতিবেদনগুলিতে বলা হয়, ভাইরাল ছবিটি ১৪ বছর বয়সী এক মেয়ে যাকে নারী দিবসের প্রাক্কালে মহারাষ্ট্রের বুলধানায় এক দিনের জন্য ডিএসপি পদে বসানো হয়। প্রতি বছর নারী পালিত হয় ৮ মার্চ দিবস পালিত হয়। ৫ মার্চ ২০২০ প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়া'র প্রতিবেদন অনুযায়ী, মালকাপুর তেহসিলের জেলা পরিষদ উর্দু হাই স্কুলের ছাত্রী সহরিশ কাওয়াল এক দিনের জন্য ডিএসপি পদে আসীন হন। ওই প্রতিবেদনে বলা হয়, প্রশাসন কী ভাবে কাজ করে ও কী ভাবে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় সেব্যাপারে মেয়েদের একটা ধারণা দেওয়ার জন্য বুলধানার কালেক্টার সুমন চন্দ্র ওই অনুষ্ঠানটির পরিকল্পনা করেন। বুলধানা পুলিশও ৪ মার্চ ২০২০ তে এই পদক্ষেপ সম্পর্কে একটি টুইট করে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে একই মেয়ের ছবি অন্য ভুল দাবির সঙ্গে ভাইরাল হলে বুম সেটির তথ্য যাচাই করে।