Claim
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের তরুণ বয়সের ছবি দাবি করে এক ছবির কোলাজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবির সেই কোলাজের বিষয়ে লেখা হয়, "ভাগ্য বলুন, সময় বলুন এর লীলা বোঝা বড়ই কঠিন। এই চারটি ছবি দেখুন, প্রথমজন দেশের প্রধানমন্ত্রী। দ্বিতীয়জন দেশের রাষ্ট্রপতি। তৃতীয়জন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এবং চতুর্থজন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। শুভ হোক বাকি জীবন"।
Fact
বুম ২০২২ সালে ভাইরাল এই ছবির কোলাজের তথ্য যাচাই করেছিল। সেখান থেকে জানা যায় এই ছবিতে তরুণ বয়সে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখা গেলেও অন্যদের কম বয়সী অবস্থায় দেখতে পাওয়া যায় না। আমরা দেখতে পাই প্রথম ছবিটিতে নরেন্দ্র মোদীর মুখটি সম্পাদনা করে বসানো হয়েছে। আসলে অন্য এক ব্যক্তির এই ছবি অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক চিত্রসাংবাদিক ১৯৪৬ সালের ২ জুন তুলেছিলেন। এছাড়াও আমরা লক্ষ্য করি এই কোলাজে সুকুমার টুডু নামের এক সাফাই কর্মীর ছবিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাবি করে পোস্ট করা হয়েছে। অন্যদিকে, কম বয়সের একনাথ শিন্ডে দাবি করা ছবিটিতে আদতে মহারাষ্ট্র রিকশা পঞ্চায়েতের প্রতিষ্ঠাতা বাবা কাম্বলেকে দেখতে পাওয়া যায়।