Claim
সোশাল মিডিয়ায় হরিয়ানার পাঞ্চকুল্লায় ২০১৭ সালে গুরমিত রাম রহিমের অনুরাগীদের নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হওয়া ছবি মিথ্য দাবি সহ ছড়ানো হচ্ছে। ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে মিথ্য দাবি করা হয়েছে এটি ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলায় সিএসআইএফ কর্মীদের উপর তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার আক্রমণ। তৃতীয় দফার নির্বাচনের আগে ৪ এপ্রিল ২০২১ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে জীবনতলায় কেন্দ্রীয় বাহিনীর খণ্ডযুদ্ধ হয়। এই প্রেক্ষিতে ছবিটি ফেসবুকে ছড়িয়ে ক্যাপশন লেখা হয়েছে, “ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলায় CISF এর উপর “শওকত মোল্লার” আক্রমণ!”
Fact
বুম দেখে ভাইরাল হওয়া এই ছবিটি দক্ষিণ ২৪ পরগণা জেলার জীবনতলায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের খণ্ডযুদ্ধের ছবি নয়। ২০১৭ সালের অগস্ট মাসে ধর্ষণে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিমের অনুগামীদের নিরাপত্তারক্ষীদের উপর হমলার ঘটনা। ২৬ অগস্ট ২০১৭ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে অন্য মূহূর্তের একই ঘটনার ছবি দেখা যায়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, "পঞ্চকুলা-র নিরাপত্তা কর্মীদের পাথর ছুঁড়ছে ডেরা অনুগামী জনতারা।" এক্সপ্রেসের তরফে ছবিটি তোলেন চিত্রসাংবাদিক জইপাল সিংহ। পঞ্চকুলার সেক্টর ২ এলাকায় ডেরা অনুগামীরা ২৫ অগস্ট ২০২১ ওই তাণ্ডব করে। এই একই ছবি এমাসে শেয়ার করে বিভ্রিন্তিকর দাবি করা হয় কোচবিহারের শীতলকুচির হিংসার ঘটনা। বুম সে সময় ছবিটির তথ্য-যাচাই করে।