Claim
“এক হিন্দু মেয়েকে পুড়িয়ে মারা হল মধ্যপ্রদেশে। কারণ, সে একটি খ্রিস্টান চার্চের উপাসনায় যোগ দিয়েছিল। এটা চারদিকে ছড়িয়ে দিন। যাতে সারা বিশ্ব দেখে যে, এই পৃথিবীতে ভারত প্রকৃত অর্থেই এক নরক। ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র কুৎসিত চেহারাটা সবাই দেখুক। প্লিজ প্লিজ প্লিজ এই ভিডিও যত পারেন শেয়ার করুন। পাঠানো বন্ধ করবেন না। বিশ্বকে জানতে দিন এই বিশ্বে কি ঘটছে।”
Fact
বুম দেখে ঘটনাটি গুয়াতেমালার রিও ব্রাভোয় ঘটেছিল। সেখানে এক উন্মত্ত জনতা একটি ১৬ বছরের মেয়েকে পুড়িয়ে মারে। কারণ, সে নাকি এক ট্যাক্সি চালককে খুন করেছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি সেই ঘটনা নিয়ে ২০১৫ সালে বিস্তারিতভাবে প্রতিবেদন প্রকাশ করেছিল। এবং এই একই ভিডিও সেই সময়ও ভাইরাল হয়েছিল। ২০১৯ সালের জুন মাসে বুম ভিডিওটি এবং তার সঙ্গে প্রচারিত মিথ্যে দাবিটির তথ্য যাচাই করে।