Claim
ছবিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু আর ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট জগন মোহন রেড্ডিকে এক সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ক্যাপশানে দাবি করা হয়েছে, নাইডু রেড্ডির ক্যাম্পে যোগ দিয়েছেন।
Fact
চন্দ্রবাবু নাইডুর মুখটা কেটে ছবিতে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে তাঁকে ও জগন মোহন রেড্ডিকে এক সঙ্গে দেখা যায়। আসল ছবিতে জগন মোহন রেড্ডি আর মাগুন্তা শ্রীনিভাসালু রেড্ডিকে এক সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মাগুন্তা শ্রীনিভাসালু রেড্ডি তেলুগুদেশম পার্টিতে ছিলেন। উনি ২০১৯-এর লোক সভা নির্বাচন শুরু হওয়ার আগে ওয়াইএসআরসিপি-তে যোগ দেন। ওই জাল ছবি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করার জন্য চিত্র পরিচালক রাম গোপাল ভার্মার বিরুদ্ধে কেসও করা হয়েছে।