ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এস কৃষ্ণমূর্তির একটি ভুয়ো বক্তব্য সোশাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হয়েছে, তিনি নাকি বলেছেন গুজরাত ও হিমাচল প্রদেশে ইভিএম কারচুপি করে ভোটে জয়লাভ করেছে বিজেপি। ২০২১ সালে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই ভাইরাল গ্রাফিক পোস্টটি শেয়ার করা হচ্ছে।
বুম যাচাই করে দেখে প্রাক্তন নির্বাচন কমিশনার টি এস কৃষ্ণমূর্তি ইভিএম কারচুপি নিয়ে কোনও মন্তব্য করেননি। বরং একাধিকবার তিনি নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে সাওয়াল করেছেন।
ভাইরাল হওয়া গ্রাফিক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ ইভিএমের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, "গুজরাট ও হিমাচল প্রদেশে ইভিএম কারচুপি করে ভোটে জিতেছে বিজেপি স্বীকার করলেন প্রাক্তন নির্বাচন কমিশনার কৃষ্ণামূর্তি" (বানান অপরিবর্তিত)
তথ্য যাচাই
২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুজরাতে বিজেপি আসন পায় ২৬ টি। অন্যদিকে হিমাচল প্রদেশ ওই নির্বাচনে ৪ টি আসনে জেতে বিজেপি। রাজ্য ভিত্তিক ফলাফল দেখুন নির্বাচন কমিশনের ওয়েবাসাইটে।
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এস কৃষ্ণমূর্তি এই লোকসভা নির্বাচনের পর আবারও ইভিএম প্রসঙ্গে মুখ খোলেন। ২০১৯ সালের ২৯ এপ্রিল প্রকাশিত ইকনোমিক টাইমসে প্রকাশিত হয়েছিল কৃষ্ণমূর্তির মন্তব্য।
তিনি বলেন "নির্বাচনে হেরে গেলেই সবাই ইভিএম নিয়ে নালিশ করে। আর জিতে গেলে চুপচাপ হয়ে যায়।"
"আমার মনে হয় তারা (ইভিএম-কে দোষারোপ করা দলগুলি) পেপার ব্যালট চায় যা তাদের আরও কারচুপির সুযোগ দেবে," বলেন কৃষ্ণমূর্তি।
বিহারের বিধানসভা নির্বাচনের পর তেজস্বী যাদব সহ বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে। কমিশনের সিদ্ধান্তে খুশি না হলে পুনর্গণনা নিয়ে খোলা রয়েছে আইনি রাস্তা।