সোশাল মিডিয়ায় ফরাসি ডিজিট্যাল আর্টিস্ট জঁ-মাইকেল বিহরেলের 'ঘুমন্ত নারী' শিল্পকর্মকে বলা হল উত্তর আমেরিকার আলাস্কা পর্বতশৃঙ্গে ঘুমন্ত নারী। ফেসবুক পোস্টে ওই ছবি শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে—ছবিটি প্লেন থেকে তোলা।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় বরফে যেন শুয়ে আছে এক মহিলা। ছবিটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে। ''প্লেন থেকে তোলা #আলাস্কা পর্বত শৃঙ্গের ছবি যেন এক ঘুমন্ত নারী। #অপূর্ব''
একই ক্যাপশন সহ ছবিটি ফেসবুকে অনেকেই শেয়ার করেছেন।
আরও পড়ুন:
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে প্লেন থেকে আলাস্কার পর্বতশৃঙ্গে তোলা কোনও ঘুমন্ত নারীর ছবি নয় এটি। ফরাসি ডিজিট্যাল আর্টিস্ট জঁ-মাইকেল বিহরেলের 'ঘুমন্ত নারী' শিল্পকর্ম।
বুম ছবিটিকে রিভার্স সার্চ করে 'শীত ঘুম' (ইংরেজিতে: Winter Sleep) নামে জঁ-মাইকেল বিহরেলের ওয়েবসাইটে ছবিটি খুঁজে পায়। এছাড়াও বিভিন্ন শিল্পকর্মের ওয়েবসাইটেও ছবিটির হদিস পাওয়া যায়।
জঁ-মাইকেল বিহরেল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ছবিটি পোস্ট করেন ২০ মার্চ ২০২০।
শিল্পকর্ম বিভিন্ন সময়েই ভুয়ো খবরের ইন্ধন জোগায়। স্পেনের শিল্পকর্মের ভিডিওকে এক তামিল রাজনীতিকের লুকনো টাকার ছবি কিংবা নেপালের হাইকু পাখি বা অলৌকিক প্রাণী বলে ভাইরাল হয়েছে। ছবি দেখে নাকি মানসিক চাপ পরিমাপ করা যাবে কিংবা ছবিতে উট খুঁজে পাওয়ার মাধ্যমে অ্যালঝাইমার রোগের প্রবণতা বোঝা যাবে এসব গুজবও বুম আগে খণ্ডন করেছে।
আরও পড়ুন: এডওয়ার্ড মরড্রেক ও দুমুখো মানুষের গুজব