Claim
দুই ব্যক্তির বৈদিক সংস্কৃত মন্ত্র পাঠ করার ২ মিনিট ৫৬ সেকেন্ডের একটি পুরনো ভিডিও সোশাল মিডিয়ায় জিইয়ে তুলে দাবি করা হয়েছে আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস তাঁর কার্যালয়ে প্রথম দিন বৈদিক মন্ত্র পাঠ করছেন। ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে,“আমেরিকার ভাইস প্রেসিডেন্ট শ্রীমতি কমলা হ্যারিস আনুষ্ঠানিক ভাবে নিজের অফিসের প্রথম দিন বৈদিক মন্ত্র ও গীতা পাঠ করে দায়িত্ব গ্রহণ করেন।”
Fact
বুম যাচাই করে দেখেছে ভিডিওটি ২০১৪ সালের ২ অক্টোবর এর দৃশ্য। মহাত্মা গাঁধীর ১৪৫ তম জন্মদিবস উপলক্ষ্যে আমেরিকার হোয়াইট হাউসে ‘হিন্দু আমেরিকান সেবা’ এই সংগঠনের একটি অনুষ্ঠান করে। বৈদিক মন্ত্র পাঠ করা ব্যক্তিরা হলেন জেফ্রি এরহারড এবং রব্বি এরহারড। ভাইরাল ভিডিওটির ১৯ সেকেন্ডে সময়ে প্রজেক্টর স্ক্রিনে ‘ধার্মিক ডায়লগ: সেভা এন্ড সোশাল জাস্টিস’ এই লেখা দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুনিয়র সেনেটর ভারতীয় ও জামাইকা বংশোদ্ভূত অভিবাসী কমলা হ্যারিস ২০২১ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে সাংবিধানিক ভাবে আসিন হবেন। বুম এর আগেও একই ভিডিও নিয়ে ভুয়ো খবরের তথ্য যাচাই করেছে, তখন বলা হয়েছিল এই ভিডিওটি – জো বাইডেনের হোয়াইট হাউসে দায়িত্ব গ্রহণ করার দৃশ্য।