Claim
উত্তরপ্রদেশে ২০১৫ সালে দলিত পরিবারের নগ্ন হয়ে প্রতিবাদের ছবি বিভ্রান্তিকর দাবি সহ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আবহে জিইয়ে তোলা হল। ভাইরাল হওয়া পোস্টে এক বাচ্চাকে হাতে ধরে এক বিবস্ত্র মহিলা ও পুরুষকে প্রতিবাদ করতে দেখা যায়। ওই পোস্টটিতে লেখা হয়েছে, ‘‘এটাই কি রাম রাজ্য? উত্তরপ্রদেশের এক দলিত দম্পতিকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হল। নেতৃত্বে বিজেপির মোড়ল।’’ ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “বাংলার বিজেপি নেতারা বাংলাকে উত্তর প্রদেশ বানাতে চাইছে। ভাবুন। আরো ভাবুন। সিদ্ধান্ত আপনার।”
Fact
বুম যাচাই করে দেখে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার দানকাউর-এ ২০১৫ সালের অক্টোবর মাসের ওই ঘটনা ঘটে। ওই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব। একটি প্রতিবেদ অনুযায়ী দলিত পরিবারের প্রধান সুনিল গৌতম চুরির অভিযোগ জানাতে থানায় গেলে তাঁকে হেনস্থা করে পুলিশ আধিকারিক। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও জাতিবৈষম্যের অভিযোগ তোলে ওই দলিত পরিবার। প্রত্যক্ষদর্শীদের অন্য একটি বয়ান অনুয়ায়ী প্রথমে দানকাউর থানার পুলিশ আধিকারিকরা তিন জন মহিলার মধ্যে একজন মহিলাকে বিবস্ত্র করার চেষ্টা করলে বাকি দুজন মহিলা বিবস্ত্র হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। পুলিশ আধিকারিক প্রবীন যাদব অবশ্য সুনীল গৌতমের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তোলেন। পুলিশ ৩ জন মহিলা সহ পরিবারের ৫ জনকে অশ্লীলতার অভিযোগে গ্রেফতার করে। জাতীয় তপশিলী জাতি কমিশন সেসময় ওই এলাকা প্রদর্শনে যায়। বুম ২০১৯ সালের জুন মাসে ছবিটি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বলে ছড়ালে বুম ছবিটির তথ্য-যাচাই করে।