Claim
২০১৭ সালে বাংলাদেশের রোহিঙ্গা শরনার্থী শিবিরে তোলা পোলিও আক্রান্ত ব্যক্তি ও তাঁর পরিবারের ছবি বিভ্রান্তিকর দাবি সহ ছড়ানো হচ্ছে। ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “অর্থনৈতিক দুর্বলতা আপনার ধনোবলকে ভাঙতে পারবেনা যখন আপনার চোখে সংখ্যা দিয়ে রাষ্ট্র বিজয়ের স্বপ্ন লালিত থাকে।”
Fact
বুম যাচাই করে দেখে ছবিটি স্পেনের বারসিলোনার ফোটোগ্রাফি সংক্রান্ত পত্রিকা 'ডোধো'য় প্রকাশিত হয়েছিল। ছবিটির বিবরণে বলা হয়, “মোহম্মদ আলমগির, ৪০, ও তাঁর পরিবারের ছবি। পোলিওয় আক্রান্ত হয়ে তিনি প্রতিবন্ধী হয়ে যান। সম্প্রতি তাঁর দেশ মায়ানমারে হিংসার ঘটনা থেকে বাঁচতে তিনি ও তাঁর পরিবার সেখান থেকে পালিয়ে কক্সবাজারের কুটুপালঙ শরণার্থী শিবিরে আশ্রয় নেন।” আন্তর্জাতিক স্টক ছবির ওয়েবসাইট গেট্টি ইমেজেস-এ ছবিটি রয়েছে। ফোটোগ্রাফার প্রবাল রশিদের সঙ্গে ২০২১ সালে যোগাযোগ করা হলে তিনি বুমকে বলেন, ছবিটি তাঁরই তোলা। “৬ মার্চ, ২০১৭ তে আমি ছবিটি তুলি। তার কয়েক মাস পরেই মোহম্মদ আলমগির কুটুপালঙ শরণার্থী শিবিরে মারা যান।” ছবিটি ২০২১ সালে মিথ্যে দাবি সহ উত্তরপ্রদেশের প্রস্তাবিত জন্মনিয়ন্ত্রণ বিল প্রসঙ্গে ভাইরাল হলে বুম তথ্য-যাচাই করে।