Claim
ফেসবুকে চিনা নৃত্যশৈলীর পুরনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সহ জিইয়ে উঠেছে। ভাইরাল হওয়া ২ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে 'রাম রাম' ভজনের সঙ্গে শত-হাতের মুদ্রায় নাচতে দেখা যায় বেশ কয়েকজন নৃত্যশিল্পীকে। ফেসবুকে পোস্টটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘যদি হিন্দু হও , যদি হিন্দুত্ব মনের মধ্যে থাকে, যদি আমাদের সনাতন ধর্ম আমাদের হিন্দু ধর্মকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে আমার মতন তোমরাও বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম ...’’
Fact
বুম দেখে ভিডিওটি সনাতন ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়। প্রখ্যাত নৃত্যগুরু ঝাঙ জিজাং প্রবর্তিত এই চিনা নৃত্যশৈলীর নাম বোধিসত্ত্ব নৃত্য। এই নাচের সঙ্গে সম্পর্ক রয়েছে দেবী গুয়ান ইন বা দয়ার দেবীর। ২০১৮ সালের ৭৩ জন শ্রবণক্ষম শিল্পী এই নাচ নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর-দফতরে পরিবেশন করেন। নিউ চায়না টিভির ইউটিউব ভিডিতে দেখা যাবে মূল নাচটি। বেবি নিরঞ্জনা ও বেবি ভক্তি হিরন্ময়ীর গাওয়া রাম ভজন এই ভিডিওটির সঙ্গে জুড়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে শেয়ার করা হচ্ছে, বুম ওই সময় ভিডিটির সঙ্গে ভাইরাল হওয়া বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করে।