Claim
গুজরাত পুলিশের জঙ্গি দমন বিভাগের কয়েকজন মহিলা পুলিশকর্মীর ২০১৯ সালে এক কুখ্যাত দুষ্কৃতী ধরার ছবি বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়ায় সাম্প্রতিক ঘটনা বলে ছড়ানো হচ্ছে। ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে,"এটি কোনও সিনেমার দৃশ্য নয়। গুজরাট ATS মহিলা দলটি আজ বোটাড থেকে কুখ্যাত সন্ত্রাসী জুনাগড়ের আল্লার খাকে ধরেছে। যে দলটি এই অপারেশনটি সম্পন্ন করেছে তারা ছিল একটি মহিলা পুলিশ দল। এই সাহসী বোনদের শুভেচ্ছা। জয় শ্রী রাম"।
Fact
বুম যাচাই করে দেখে দুষ্কৃতী ধরার এই ঘটনাটি সাম্প্রতিক নয়, ২০১৯ সালের। ইন্ডিয়া টুডেতে ৬ মে ২০১৯ প্রকাশিত প্রতিবেদন থেকে জানতে পারি শুধু মহিলা পুলিশ কর্মী নয়, ওই দলে জিগ্নেশ আগ্রাভাট নামে এক পুরুষ পুলিশ কর্মীও ছিলেন। স্থানীয় সংবাদ ওয়েবসাইট দেশ গুজরাত-এর ৫ মে ২০১৯ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি, বোতাড বন থেকে কুখ্যাত দুষ্কৃতী জুসাব অল্লারাখা স্কুয়াদ ধরার পিছনে ওই দলে চার মহিলা পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন। তাঁরা হলেন নিতামিকা গয়েল, শকুন্তলা মাল, শান্তকবেন ওধেধারা ও অরুনাবেন গামিত। গুজরাত জঙ্গি দমন বিভাগের তৎকালীন ডিআইজি হিমাংশু শুক্লা জঙ্গলে লুকানো আল্লারাখাকে ধরতে এই পাঁচজনের একটি দল তৈরি করেন। একই বিভ্রান্তিকর দাবি সহ ছবিটি ২০২১ সালের মে মাসে ভাইরাল হলে বুম প্রথম বিভ্রান্তিকর তথ্যটি খণ্ডন করে।