Claim
২০১৯ সালে গুজরাতের বডোদরায় বন্যায় কুমির উদ্ধরের দৃশ্যকে মিথ্যে দাবি সহ অসমে বন্যায় হাইলাকান্দির ঘটনা বলে দাবি করা হচ্ছে। ফেসবুকে ১৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “হাইলাকান্দি SS College এর পিছন থেকে কুমির উদ্ধার করা হয়েছে। এতো বড় কুমির আসছে কোথায় থেকে??”
Fact
বুম দেখে ভাইরাল ভিডিওটি বন্যা কবলিত অসমের ঘটনা নয়। ২০১৯ সালের ৩ অগস্ট ইউটিউবে এনডিটিভি তাদের খবরের বুলেটিন আপলোড করে। ওই সংবাদ বুলেটিনের ১০ সেকেন্ড সময়ে দেখা যায় ভাইরাল ভিডিওর একই দৃশ্য। এনডিটিভির ভিডিওর বিবরণে বলা হয়, গুজরাতের বডোদরায় রেকর্ড পরিমান বৃষ্টি হলে নদীর জলস্তর উপচে গিয়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি কুমির। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তৎপরতা চালিয়ে কুমিরটি উদ্ধার করে। বিষয়টি নিয়ে টাইমস অফ ইন্ডিয়াও সংবাদ প্রকাশ করে। একই ভিডিও ২০১৯ সালের অক্টোবর মাসে বিহারের ঘটনা বলে ভুয়ো দাবি সহ ভাইরাল হলে বুম তার তথ্য-যাচাই করেছিল।