Claim
ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বোরখা পরিহিত মুসিলম মহিলাদের ভজন গাওয়ার ভিডিও ভুয়ো দাবিতে ফের জিইয়ে উঠলো। ৪ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “দুবাইয়ে মুসলিম মহিলারা নতুন উদ্যোগ নিয়ে মসজিদে রাম ভজন পরিবেশন করেন এবং তাদের শেখ স্বামীরা হাততালি দিয়ে ছন্দময়ভাবে তাদের সমর্থন করেন, ভারতে থাকলে ইসলাম বিপদে পড়ত। শেয়ার করুন এবং 125 কোটি মানুষের কাছে পৌঁছে দিন।” বুম একই ভিডিও তার হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে (+৯১ ৭৭০০৯০৬৫৮৮) পাঠকদের থেকে তথ্য-যাচাইয়ের অনুরোধ পেয়েছে।
Fact
বুম কিওয়ার্ড সার্চ করে দেখে ভাইরাল ভিডিওটির দীর্ঘ সংস্করণ ১৭ জুলাই ২০১২ শ্রী সত্য সাইঁ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। ওই ভিডিওর ৪৪ মিনিট অংশ থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটির অংশ দেখা যাবে। শ্রী সত্য সাইঁ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা দীর্ঘ সংস্করণের ভিডিওটিতে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন ভাষায় নানা ধরণের ভজন গাইতেও শোনা যায়। অনুষ্ঠানটিতে বাহারিন, ইরান, কুয়েতের মত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভক্তরা যোগদান করেছিল বলে প্রতিবেদন প্রকাশ করে কলম্বো টেলিগ্রাফ। বুমের তরফে প্রশান্থি নিলায়ম আশ্রমে ২০১৯ সালে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করে জানায় ভিডিওতে দেখতে পাওয়া মহিলারা হলেন মুসলিম। বুম আগেও বেশ কয়েকবার একই ভিডিওর তথ্য-যাচাই করেছে।