Claim
সোশাল মিডিয়ায় আমেরিকার জ্যাকসনভিলের বহুচর্চিত সৎভাইকে খুন ও যৌন নির্যাতনে অভিযুক্ত নাবালক অভিযুক্ত খ্রিস্টিয়ান ফার্নান্ডেজ-এর ২০১৮ সালে মুক্তি পাওয়া নিয়ে মনগড়া ভুয়ো কাহিনী ছড়ানো হচ্ছে। ফেসবুক পোস্টে লেখা ক্যাপশনের সারমর্ম হল, "আমেরিকার ১৫ বছর বয়সী রুটি ও চিজ চুরির দায়ে অভিযুক্ত হয় এক নাবালক। অসুস্থ্য ও কর্মহীন মায়ের জন্যই সে রুটি-চিজ চুরি করে। পরে বিচারক আদালতে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে ১০ ডলার জরিমানা করে। বিচারকও ওই টাকা দেন। সেই টাকা একসঙ্গে জামানত হিসেবে ব্যবহার করে মুক্তি পায় নাবালকটি। ১০ হাজার ডলার জরিমানা করা হয় দোকানের মালিককে যিনি ওই নাবলককে চুরির অপরাধের জন্য পুলিশের হাতে তুলে দেয়..."
Fact
বুম রিভার্স সার্চ করে ফ্লোরিডা টাইমস-এর ২০১২ সালের ৩ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি দেখতে পায়। আমেরিকার জ্যাকসনভিলের ওই নাবালক অভিযুক্তের নাম খ্রিস্টিয়ান ফার্নান্ডেজ। ১২ বছর বয়সে খ্রিস্টিয়ান ফার্নান্ডেজ। ডেইলিমেইলে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী খ্রিস্টিয়ান ফার্নান্ডেজের যখন ১২ বছর বয়স তখন তার ২ বছরেরে সৎভাইকে নৃশংসভাবে বইয়ের আলমারির সঙ্গে মাথা ঠুকে খুন করে। বিচার প্রক্রিয়ায় প্রাপ্তবয়স্ক হিসেবে ফার্নান্ডেজকে গণ্য করা হবে বিচারক রায় দিলে তুমল জলঘোলা হয়। অবশেষে ২০১৮ সালে ১৯ বছর বয়সী খ্রিস্টিয়ান ফার্নান্ডেজকে মুক্তি দেওয়া হয়। খ্রিস্টিয়ান ফার্নান্ডেজের প্রতিকূল ছেলেবেলার রূঢ় বাস্তবতা তাকে অপরাধের জগতে ঠেলে দেয়।