Claim
সম্প্রতি ভুয়ো দাবিতে ফের ভাইরাল হয় হলিউড অভিনেত্রী কেটি হোমসের ম্যাগাজিন ফোটোশ্যুটের একটি ছবি। তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয় এটি ইতালীর বিখ্যাত গায়িকা জুলিয়া মার্কিন। এই দাবি এর আগেও বেশ কিছুবার যাচাই করে বুম যখন এটি একই দাবি সহ ভাইরাল হতে দেখা যায়। এই ছবিটি পোস্ট করে বাংলা ক্যাপশন হিসেবে একজন ব্যবহারকারী লেখেন,"সালটা ১৯৫৫ সাল, ইতালির বিখ্যাত গায়িকা 'জুলিয়া মার্কিন' শহরের একটি চত্তরে দারিয়ে তার নিজের শরীর থেকে ব্রা খুলে বলেন!! এটা বিক্রি করতে চাই কে কতো দিবেন? উপস্থিত জনগণ মরিয়া হয়ে ওঠে এবং ব্রাটির দাম ৩০০০ হাজার ডলার পর্যন্ত মূল্য নির্ধারণ হয়! 🙂 তিনি অট্ট হাসি দিয়ে বলেন, তোমারা অত্যন্ত বোকা, যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না জেনেও এটা ৩০০০ হাজার ডালার দিয়ে কিনতে মরিয়া হয়ে উঠেছো? অথচ, কোনো দরিদ্র, ক্ষুধার্ত, অভুক্ত মানুষ সামান্য খাবার চাইলে তাকে ১ ডলার ও দিতে চাইবে না। অতঃপর সে বলেছিলো তোমাদের মন মানসিকতা দেখে আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত।"
Fact
বুম এর আগেও ২০২১ সালে একই ছবির তথ্য যাচাই করে যখন এটি ভাইরাল হতে দেখা যায়। এই ছবির একটি রিভার্স ইমেজ সার্চ করায় আমরা লক্ষ্য করি ছবিতে উপস্থিত মহিলাটি আসলে হলিউড অভিনেত্রী কেটি হোমস, জুলিয়া মার্কিন নন, যা সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়। জানা যায় ছবিটি হার্পার্স বাজার ম্যাগাজিনের জন্য তোলা হয় ২০১৮ সালে। মার্কিন নারী মুক্তি আন্দোলন সক্রান্ত বিষয় তোলা এই ছবির কৃতিত্ব জয়ী গ্রসম্যানকে দেওয়া হয়। ২০ নভেম্বর ২০১৮ তারিখে এটি হার্পার্স বাজার তরফে পোস্টও করা হয়। এছাড়াও সংবাদ সংস্থা এএফপির তথ্য-যাচাইয়ের একটি প্রতিবেদনে হার্পার্স বাজার ম্যাগাজিনের এক মুখপাত্র বলেন, "ডিসেম্বর ২০১৮/জানুয়ারি ২০১৯ ম্যাগাজিন সংখ্যার জন্য ছবিটি শ্যুট করা হয়।" তিনি আরও বলেন,"১৯৬৯ সালের প্রতিবাদের ভঙ্গিমায় কেটি হোমস স্যান ফ্রান্সিস্কোর এক বিপণির সামনে ছবিটি তোলেন"। এবিষয় হার্পার্স বাজার ম্যাগাজিনের যাচাই করা এক্স (প্রাক্তনে টুইটার) প্রোফাইলেও একই তথ্য প্রকাশ করা হয়।