Claim
লিওনেল মেসির গেঞ্জির ফোটোশপ করা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে মিথ্যে দাবি করা হল তিনি অনুকূল ঠাকুরের অনুপ্রেরণায় কোপা আমেরিকা কাপ জিতেছেন। পোস্টটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখা রয়েছে, "কোপা আমেরিকা কাপ জেতার পর বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসি নিজ মুখে স্বীকার করেছেন তার এই কোপা আমেরিকা কাপ জেতার একমাত্র অনুপ্রেরণা আমাদের সবার পরম পিতা শ্রী শ্রী ঠাকুর। সবাইকে সুপ্রভাত ও জয়গুরু।"
Fact
বুম দেখে ২০০৭ সালের ১০ মার্চ তোলা লিওনেল মেসির গেঞ্জিতে অনুকুল ঠাকুরের ছবি নেই। মূল ছবিটি স্প্যানিশ লিগ ফুটবল ম্যাচে রিয়াল মাদ্রিদ এর বিরুদ্ধে দ্বিতীয় গোল করার পর মেসির উচ্ছসিত হওয়ার দৃশ্য। এএফপির ফোটোগ্রাফার সিজার রাঙ্গেলের মূল ছবিটি ছবিটি তুলেছিলেন। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, "বার্সেলোনার লিওনেল মেসি ক্যাম্প নও স্টেডিয়ামে ১০ মার্চ ২০০৭ সালে অনুষ্ঠিত স্প্যানিশ লিগ ফুটবল ম্যাচে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দ্বিতীয় গোল করার পর উচ্ছ্বাসিত"। জুন মাসে মেসির গেঞ্জিতে চে গুয়েভারার ছবি ফোটোশপ করে জুড়ে ভাইরাল করা হয়, বুম তখন সেটির তথ্য যাচাই করে।