Claim
সম্প্রতি অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya's Ram Mandir) বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ান হয় দিল্লির অক্ষরধাম মন্দিরের (Akshardham Temple) একটি ছবি । ২২ জানুয়ারী ২০২৪ তারিখে উত্তর প্রদেশের অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিত্বরা। রাম জন্মভূমি ট্রাস্টের তরফে আমন্ত্রণ দেওয়া হয় বেশি কিছু স্বনামধন্য তারকাদের যেমন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভট্ট, চিরঞ্জীবীসহ অন্যান্যদের। তার মধ্যেই দেখা গেল এই বিভ্রান্তিকর ছবি যার বাংলায় ক্যাপশন হিসেবে লেখা হয়,"অযোধ্যা শ্রীরাম মন্দির, সবাই কে দেখার জন্য পোস্ট করলাম।"
Fact
বুম যাচাই করে দেখে এটি আসলে দিল্লিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের দৃশ্য। একটি রিভার্স সার্চের মাধ্যমে আমরা দেখি বেশ কিছু ওয়েবসাইটে এই ছবিতে উপস্থিত মন্দিরকে অক্ষরধাম মন্দির হিসেবে চিহ্নিত করা হয়। আমরা অক্ষরধাম মন্দিরের মেঝের কারুকার্য এবং মন্দিরের সামনের চুড়াগুলির আকারের তুলনা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটির সাথে করি, তখন এগুলির মধ্যে মিল লক্ষ্য করা যায়। বুম আরও দেখে গুগল ম্যাপেও অক্ষরধাম মন্দিরের বিষয় সার্চ করলে এই একই ধরণের দৃশ্য পাওয়া যাচ্ছে।