Claim
বন্দুক হাতে মাটিতে শায়িত সেনার কঙ্কাল, ডায়োরামা মডেলের এক ছবিকে ভারতীয় সেনার দেহাবশেষ বলে ভুয়ো দাবি সহ ফেসবুকে শেয়ার করা হচ্ছে। গ্রাফিক পোস্টের ছবিটি ফেসবুক পোস্টে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "যুদ্ধের তিন মাস পর যখন শহীদের পার্থিব শরীর পাওয়া যায় তখনো তার অঙুলে বন্দুকের ট্রিগারে ছিল। ভারতীয় সেনাদের একটাই লক্ষ্য থাকে যেকোনো মূল্যে নিজের দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করা। জয় হিন্দ বন্দেমাতরম''।
Fact
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি আসলে একটি ডায়োরমা। ডায়োরামা হল কৃত্রিম পরিবেশে কোনও বিষয় উপস্থাপন করতে তৈরি করা ত্রিমাত্রিক মিনিয়েচার মডেল। দিলীপ সরকার এমবিই নামে এক ব্যক্তির তৈরি করা ডায়োরামা-টি, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল 'মিলিটারি মডেলিং' ম্যাগাজিনে। ''মিশিং ইন অ্যাকশন নামে রেস্টিং ইন পিস?'' শীর্ষক শিরোনামে দিলীপ সরকার এমবিই-এর লেখার সঙ্গে ডায়োরেমা-টি প্রকাশ পেয়েছিল। ম্যাগাজিনটির ২০১৭ সালে দ্বিতীয় খণ্ডের ৪৭ তম সংখ্যার ১৬ নম্বর পাতায় বিস্তারিত ভাবে ওই ডায়োরামা তৈরির বর্ণনা করা হয়েছে। ছবিটি একই ভুয়ো দাবি সমেত ভাইরাল হলে বুম ২০২০ সালের ডিসেম্বর মাসে এটির তথ্য যাচাই করে।