Claim
সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোটোশপ করা ইসলামীয় টুপি মাথায় ছবি বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল কুশলী পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের ভোটারদের তাদের পাশে পেতে। বৃহঃস্পতিবার অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের প্রেক্ষিতে ভাইরাল হয়েছে ছবিটি। গ্রাফিক পোস্টটিতে লেখা হয়েছে, ‘‘ভোটের জন্য মুসলিমজীবী।’’
Fact
বুম দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাথায় ইসলামীয় টুপি পরা ভাইরাল ছবিটি ফোটোশপ করা। ২০১৯ সালের অগস্ট মাসে প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলির প্রয়াণের পর নরেন্দ্র মোদী ও অমিত শাহ জেটলির পরিবার পরিজনদের সঙ্গে দেখা করতে যান। জেটলির বাসভবনের বাইরে সেই সময় তোলা ছবিটিকে ফটোশপ করে ভাইরাল করা হয়েছে। ২০২০ সালের জুলাই মাসে ভুয়ো ছবিটি সোশাল মিডিয়ায় ভাইরাল হলে বুম ছবি সংক্রান্ত মিথ্যে দাবি খণ্ডন করে।