Claim
‘‘এখন বোঝা যাচ্ছে উনি কেন বলেছিলেন কথাটা। ৪২ টা আসন দিন, হিন্দু কীভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব: মমতা”
Fact
ভাইরাল ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে এই ভুয়ো বর্তমান পত্রিকার ছবি। সেখানে তাঁর বক্তব্য হিসেবে বলা হয়েছে, ‘‘৪২ টা আসন দিন, হিন্দু কীভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব”—একথা নাকি বলেছেন মমতা। শনিবার ২০ এপ্রিল ২০১৯ ওই শিরোনামে প্রকাশিত বর্তামনের মূল প্রতিবেদনটি প্রতিবেদনটি পড়া যাবে এখানে। তার আগের দিন বহরমপুর স্টেডিয়ামে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই আপ্তবাক্য বলেন, “৪২’এ ৪২টা আসন দিন। দিল্লি কীভাবে কাঁপাতে হয়, দেখিয়ে দেব। কীভাবে দখল হবে দিল্লি, সেটাও জানা আছে।” ২০১৯ সালের এপ্রিল মাসে ভাইরাল একই ভুয়ো শিরোনামের ছবি হয়েছিল বুমের সেসময় খণ্ডন করেছিল।