Claim
সোশাল মিডিয়ায় ইরাকের কারবালায় মহরমের সময়ের দৃশ্য সম্পাদনা করে বিভ্রান্তিকর দাবি সহ ত্রিপুরার হিংসার সঙ্গে জোড়া হচ্ছে। ১০ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “নারায়ে তকবির #আল্লাহু #আকবার কসাই মোদি নীরব কেন জবাব দাও!! #tripuraattrack” (সংক্ষেপিত)
Fact
বুম যাচাই করে দেখে ২০২০ সালের ভাইরাল ভিডিওটিতে শব্দ বদলে দেওয়া হয়েছে। ২০২০ সালের ৩১ অগস্ট একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়। ইরাকের কারবালা শহরে মহরম এর সময় আশুরা উপলক্ষ্যে ইমাম হুসেইনের মাজারে মাতম করে প্রবেশের দৃশ্য বলে দাবি করা হয়েছে পুরনো ভিডিওগুলিতে। এই একই ভিডিও ২০২১ সালের জুন মাসে ছড়িয়ে দাবি করা হয় জেরুজালেমের আল আকসা মসজিদে নামাজ পড়ার দৃশ্য। বুম সেসময় গুগল ম্যাপে যাচাই করে নিশ্চিত হয় এটি ইমাম হুসেইনের মাজারের প্রবেশ পথের ছবি। কারবালা শহরে ইমাম হুসেইনের মাজারের অদূরেই রয়েছে আলি-আব্বাসের মাজার।