Claim
‘‘মিট #অনুরাগ_ডি_মিশ্রা (ফেসবুক প্রোফাইল এর নাম) দেখুন #অনুরাগ_ডি_মিশ্রা যাকে দিল্লি পুলিশ চক্রান্ত করে শাহরুখ বলে চালাতে চাইছে, কপিল মিশ্রার বিতর্কিত বয়ানের ভিডিও তে একে কপিল মিশ্রর পিছনে দাঁড়ানো দেখা গেছে।’’
Fact
ভাইরাল হওয়া ফেসবুক পোস্টের এই দাবিটি মিথ্যে। বুম আগেই তথ্য যাচাই করেছে দিল্লির বন্দুকধারীর নাম মহম্মদ শাহরুখ। পুলিশ এখনও তাকে ধরতে পারেনি। সাংবাদপত্রে ভুয়ো খবরে তাকে চন্দ্রাল শুক্লাও বলা হয়েছিল। মহম্মদ শহরুখ দিল্লির অশান্তি শুরুর আগে এক পুলিশের দিকে বন্দুক তাক করেছিল ও গুলি চালনায় অভিযুক্ত। সোশাল মিডিয়া পোস্টে ওই বন্দুকবাজকে বিজেপি নেতা কপিল মিশ্রের সহযোগী বলা হয়েছিল। কপিল মিশ্রের সহযোগীর নাম রোহিত রাজপুত। বুম আগেই সেই ভুয়ো তথ্য খণ্ডন করেছে।