Claim
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতা ও আইনজীবী কপিল সিবালকে নিয়ে একটি ভুয়ো দাবি করে বলা হয় সিবাল অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ হলে আত্মহত্যা করবেন বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গতঃ উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ এই মুহূর্তে শেষ পর্বের দিকে যার উদ্বোধনী অনুষ্ঠান হবে ২২ জানুয়ারী ২০২৪ তারিখে। রাম মন্দিরের সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্যদের। ভাইরাল সেই গ্রাফিক পোস্ট করে লেখা হয়,"ইনি হচ্ছেন কংগ্রেসের বিখ্যাত উকিল-কপিল সিব্বল জিনি বলেছিলেন রাম মন্দির নির্মাণের কাজ শুরু হলেই আত্মহত্যা করবেন।"
Fact
বুম যাচাই করে দেখে কপিল সিবাল এমন কোনও মন্তব্য করেননি এবং এই সংক্রান্ত কোনও সংবাদমাধ্যমের প্রতিবেদনও দেখা যায়নি। এর আগেও ২০২০ সালে একই ধরণের এক দাবির তথ্য যাচাই করে বুম। এমন কোনও মন্তব্য যদি তিনি সত্যি করে থাকতেন তার রিপোর্ট সংবাদমাধ্যমে অবশ্যই উপস্থিত থাকত। উল্লেখযোগ্য, এই মুহূর্তে কপিল সিব্বল সমাজবাদী পার্টির সাহায্যে রাজ্য সভার সদস্য, তিনি এখন কংগ্রেসের অংশ নন। ২০২২ সালে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করে রাজ্য সভার সদস্যপদের নির্বাচন প্রক্রিয়ায় যোগ দেন।