Claim
“আর রক্ষে নেই! করোনার পাশাপাশি বাঘ মামা কোচবিহার-ফালাকাটা দখল করে বসে আছে। এবার হয়তো সত্যি বিদায় নিতে হবে পৃথিবীর থেকে।”
Fact
ফেসবুক পোস্টে দুটি ছবি যার একটিতে এক চিতাবাঘের ছবি ও অন্যটিতে কাদা মাটিতে বাঘের পায়ের ছাপের ছবি এবং রাস্তায় চিতাবাঘে বসে থাকার দৃশ্যের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, কোচবিহার-ফালাকাটায় দর্শন মিলেছে বাঘের। বুম যাচাই করে দেখে বাঘের ছবিটি ২০১৮ সালের এপ্রিল মাসের উত্তরাখন্ডের উত্তরকাশীর ন্যু গ্রামে চিতাবাঘ ঢুকে পরার ছবি, যা দৈনিক জাগরণের প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। রাস্তায় চিতা বাঘের ভিডিওটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের। জলপাইগুড়ির ডুয়ার্সে বীরপারা-ফালাকাটাগামী ৩১-নং জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় আহত হয়েছিল বাঘটি। পরে বনকর্মীরা বাঘটিকে ঘুম পাড়ানি গুলি দিয়ে কাবু করে উদ্ধার করে। মে মাসের প্রথম সপ্তাহে একই ভিডিও শেয়ার করে দার্জিলিংয়ে বাঘের দেখা মিললো বলে ভুয়ো দাবি করা হয়েছিল। বুম সেসময় ভিডওটি খণ্ডন করে। অবশ্য, বাঘের থাবার ছবিটি বুমের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। ফালাকাটায় বাঘ বেরনোর নিয়ে কোনও প্রতিবেদন খুঁজে পায়নি বুম।