Claim
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের ভাষণের অংশ নিয়ে তৈরি বর্তমান সংবাদপত্রে প্রকাশিত শিরোনামের ফোটোশপ করা ছবি ভুয়ো দাবি সহ ফেসবুকে ছড়ানো হচ্ছে। ফেসবুক পোস্টটিতে ক্যাপশনভাইরাল হওয়া সংবাদ ক্লিপিংয়ের ছবিটিতে শিরোনাম লেখা হয়েছে, “৪২ টা আসন দিন হিন্দু কীভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব: মমতা
Fact
বুম যাচাই করে দেখে ২০ এপ্রিল ২০১৯ প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম ছিল, “৪২ টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব: মমতা”। মুর্শিদাবাদে দলীয় প্রার্থী অপূর্ব (ডেভিড) সরকারের সমর্থনে আয়োজিত সভায় মন্তব্য করেন, “৪২ টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব। কীভাবে দখল হবে দিল্লি, সেটাও জানা আছে।” ভাইরাল হওয়া সংবাদপত্রের ছবিতে ‘দিল্লি’ শব্দ বদলে ‘হিন্দু’ আর ‘কাঁপাতে’ বদল করে ‘কাঁদাতে’ লেখা হয়। বুম ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় ভাইরাল ছবিটির প্রথম তথ্য-যাচাই করেছিল।