Claim
সম্প্রতি ইনফোসিস-কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী, লেখিকা সুধা মূর্তির ছবি ব্যবহার করে তাকে পার্লে-জি বিস্কুটের মোড়কে থাকা বাচ্চা মেয়ে বলে দাবি করা হয় এক গ্রাফিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই গ্রাফিকে সুধা মূর্তির ছবি ব্যবহার করে লেখা হয়, "Parle-G বিস্কুটের সেই আইকনিক ছবির মেয়েটি আজ বৃদ্ধা"। পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
Fact
পার্লে-জি বিস্কুটের মোড়কে থাকা বাচ্চা মেয়েটির বিষয়ে একই দাবি করে এমন পোস্ট ভাইরাল হলে ২০২১ সালেই তার তথ্য যাচাই করে বুম। পার্লে-জি বিস্কুটের প্যাকেটে থাকা বাচ্চা মেয়েটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে বুমের তরফে সেসময় পার্লে প্রোডাক্টের সিনিয়র ক্যাটেগরি হেড ময়াঙ্ক শাহের সাথে যোগাযোগ করা হয়। ইমেল মারফত ময়াঙ্ক বুমকে ভাইরাল দাবিটি সঠিক নয় বলে জানান। তিনি বলেন, "আমরা বিভিন্ন গণমাধ্যমে একই দাবি নিয়মিত পাই। আমরা বহুবার বলেছি যে পার্লে-জি বিস্কুটের মোড়কের বাচ্চার ছবিটি আসলে ষাটের দশকে তৈরি করা এভারেস্ট ক্রিয়েটিভ টিমের অলঙ্করণ।" অন্যদিকে গ্রাফিক্সে থাকা ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন, লেখিকা সুধা মূর্তির ছবিটি আমরা রিভার্স সার্চ করে বিভিন্ন সংবাদ প্রতিবেদনেও খুঁজে পাই। দ্য স্টেটসম্যানের এমনই এক প্রতিবেদন দেখুন এখানে।