Claim
ক্রশবিদ্ধ পেন্ডেন্ট পরা প্রিয়ঙ্কা গাঁধী বঢরার একটি সম্পাদিত ছবি জিইয়ে তুলে দাবি করা হয়েছে, তিনি কেরলে ওই বেশে গিয়েছিলেন। সম্পাদিত ছবিটি রুদ্রাক্ষের মালা পরা প্রিয়ঙ্কার আরেকটি ছবির সঙ্গে ছড়ানো হচ্ছে। উভয় ছবি দুটি এই দাবি সহ ভাইরাল হয়েছে যে, যখন প্রিয়ঙ্কা কেরলে যান তখন ক্যাথলিক ধর্মাবলম্বীদের আবেদন জানাতে ওই ক্রুশের মালা পরেন।
Fact
বুম রিভার্স সার্চ করে এবিপি ও ইন্ডিয়াটুডের প্রতিবেদন খুঁজে পায় যেখানে প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে ক্রুশের বদলে একটি সাদা পেন্ডেন্ট গলায় দেখা যায়। আসল ছবিটি দেখা যাবে গেট্টি ইমেজেস-এর ওয়েবসাইটে। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময় রায় বরেলীতে দলীয় প্রার্থীর সমর্থনে হওয়া একটি র্যালিতে ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ছবিটি তোলা হয়। প্রিয়ঙ্কার অন্য ছবিটি যেখানে তিনি রুদ্রাক্ষের মালা পরে আছেন সেটি তোলা হয়েছিল ২০১৯ সালে বারাণসীতে। ছবিটি দেখা যাবে এবিপির রিপোর্টে।