Claim
চলতি বছরে একাধারে কোভিড অতিমারি ও অর্থনৈতিক সংকট নিয়ে শিল্পপতি এবং টাটা সন্স'-এর এমিরেটাস চেয়ারম্যান রতন টাটা’র কাল্পনিক মন্তব্য সহ একটি গ্রাফিক পোস্ট সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ওই গ্রাফিকে রতন টাটার একটি আবক্ষ ছবির সাথে টেক্সটে বাংলায় লেখা আছে, “বিশ্বের অন্যতম ধনী রতন টাটা বলেন- কীভাবে বাঁচবেন এই বছরটা? ১) লাভ বাঁ ক্ষতির হিসেব নিয়ে চিন্তা করবেন না। ২) স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা করচেন না। ৩) এই বছরটা বেঁচে থাকাই লাভের সমতুল্য!” এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ভারতীয় ধনকুবের উবাচ..স্যালুট স্যার”
Fact
বুম অনুসন্ধান করে দেখে রতন টাটা ওইরকম কোনও মন্তব্য করেননি। রতন টাটাকে নিয়ে প্রশায়ই বিভিন্ন ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। এর আগেও রতন টাটার অনুপ্রেরণামূলক ভুয়ো মন্তব্য ভারতের সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। রতন টাটা নিজেই একটি টুইট করে নিজের নামে চলতে থাকা ভুয়ো পোস্টগুলি সম্পর্কে অবহিত করেন। গত ৩ মে তিনি টুইট অরে জানান যে, “আমার ছবির সঙ্গে একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে মানেই যে সেটি আমার বলা, তা কিন্তু নয়। আরও অনেকেই এই সমস্যার মুখোমুখি হন।“ তিনি আরও জানান, “ভুয়ো খবর চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করবেন।” তিনি মানুষকে যে কোনও খবরের উৎস জেনে নিয়ে শেয়ার করার জন্য বলেছিলেন।