Claim
ফেসবুকে অসম্পর্কিত ঘটনার পুরনো কয়েকটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিরিয়ানির দোকানে হিন্দুদের জন্য আলাদা হাঁড়িতে রান্না করা হচ্চে। আর সেই হাড়িতেই নাকি বিশেষ হানিকারক ট্যাবলেট মেশানো হচ্ছে। সেই ট্যাবলেট মেশানোর উদ্দেশ্য হিন্দু ছেলে মেয়েদের প্রজননক্ষম করে দেওয়া।
Fact
বুম দেখে একই ছবি ২০২০ সালের মার্চ মাসে শেয়ার করে দাবি করা হয়েছিল, কোয়েম্বাটুরের একটি রেস্তোরাঁয় নাকি বিরিয়ানিতে ওষুধ মেশানোর এই ঘটনাটি ঘটেছে। বুম সে সময় কোয়েম্বাটুর পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ঘটনার সত্যতা অস্বীকার করা হয়। বিরিয়ানি পরিবেশনের ছবিটি ২০১৬ সালের জুন মাস থেকে ইউটিউবে রয়েছে। ট্যাবলেটের ছবিগুলি শ্রীলঙ্কার ডেইলি মিররের প্রতিবেদন থেকে নেওয়া। আর অভিযুক্তদের সঙ্গে নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন করার ভিডিওটি ২০১৯ সালের জুলাই মাসে উত্তরপ্রেদেশের বিজনৌরের একটি মাদ্রাসায় বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনার। এই ছবিগুলিও এবছেরের ফেব্রুয়ারি মাসে ভাইরাল হয়েছিল। বুম সেসময় ছবিটি খণ্ডন করে।