Claim
পরস্পরের সম্পর্কহীন তিনটি ছবি জুড়ে ভুয়ো দাবি করা হয়েছে দিল্লি আরএসএস কার্যালয়ে অস্ত্র উদ্ধার। ভাইরাল ছবির ওই কোলাজে সারি সারি তরোয়াল ও বন্দুক স্তূপাকারে রাখা আছে। ফেসবুক পোস্টে শেয়ার করা ছবিটিতে লেখা রয়েছে, “দিল্লিতে আরএসএস দপ্তর থেকে অস্ত্র উদ্ধার। পুলিশ ও আতঙ্কিত।“
Fact
বুম যাচাই করে দেখে বামদিকের ভাইরাল ছবিটি পঞ্জাবের পাতিয়ালার একটি তরোয়াল কারখানার। খালসা কিরপান নামে ওই কারখানার মালিক বচ্চন সিংহ ইন্ডিয়া টুডেকে জানায় সেই ছবি তাঁর কারখানার গুদামের। মাঝের ছবিটি গুজরাতের চৌতিলাতে ২০১৬ সালের মার্চ মাসে বেআইনি অস্ত্র চোরাচালানকারীদের চক্রকে গ্রেফতার করে অস্ত্র উদ্ধারের ঘটনা। আর সোফায় সাজানো বন্দুকের ছবি ইন্টারনেটে রয়েছে ২০১৯ সালের মার্চ মাস থেকে। এই ছবির সেট আগে একাধিকবার বিভিন্ন ভুয়ো দাবিতে ভাইরাল হয়েছে। একই দাবিতে ছবিগুলি ২০২১ সালের মার্চ মাসেও ভাইরাল হলে বুম আবারও ছবিগুলির তথ্যযাচাই করে।