Claim
দক্ষিণ ইতালির মাতেরা শহরের কোভিড-১৯ বিভাগ বন্ধ করার আনন্দে চিকিৎসকদের উল্লাসের ভঙ্গিমায় হাসপাতাল থেকে বেরিয়ে আসার ভিডিওটি আবার নিউজিল্যান্ডের ঘটনা বলে সোশাল মিডিয়ায় ফিরে এসেছে। ভাইরাল হওয়া ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুটি সারিতে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী মাথার টুপি খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে আসছেন এবং অবশেষে ওই ওয়ার্ডের দরজা বন্ধ করে দিয়ে সকলে মিলে হাততালি দিচ্ছেন। ফেসবুকে এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “নিউজিল্যান্ডে শেষকরোনা রুগী ভালো হওয়ার পর হাসপাতালের করোনা ওয়ার্ড বন্ধ হলো। আশা করি এই দৃশ্য আমরা আমাদের দেশেও তাড়াতাড়ি দেখবো। জয় হিন্দ!! বন্দে মা তরম!!”
Fact
বুম যাচাই করে দেখে এই ভিডিওটি নিউজিল্যান্ডের নয়, এটি আসলে ইতালির মাতেরা শহরের ম্যাডোনা দেলে গ্রাজিয়া হাসপাতালের দৃশ্য। বুম দেখে গত ৫ জুন ‘মাতেরা নিউজ’ এর ফেসবুক পেজে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে বলা হয়েছে এটি ম্যাডোনা দেলে গ্রাজির করোনাভাইরাস বিভাগ বন্ধ হওয়ার ভিডিও। ইতালিও সংবাদ ওয়েবসাইটে একই ঘটনার প্রতিবেদন পড়া যাবে এখানে এবং এখানে। এই প্রতিবেদনগুলিতে বলা হয়েছে সব কোভিড রোগী সেরে যাওয়ায় ওই হাসপাতালে কোভিড ওয়ার্ড বন্ধ হওয়ার পর আনন্দে মাতওয়ারা হয়েছেন স্বাস্থ্য কর্মীরা।