Claim
‘‘মেটিয়াবুরুজ, কলকাতা’’
Fact
ফেসবুক পোস্টে আমদাবদের ভিডিও শেয়ার করে বিভ্রান্তিকর দাবি সহ কলকাতা মেটিয়াবুরুজের ঘটনা বলা হল। মিথ্যে করে বলা হচ্ছে এলাকায় লকডাউন অমান্যের ব্যাপারে কড়া পদক্ষপ নিতে গেলে ওই এলাকার মানুষ পুলিশের দিকে পাথর ছোঁড়ে। ভিডিওটি খুঁটিয়ে দেখলে, গুজরাতি ভাষায় দোকানের সাইনবোর্ড চোখে পড়ে। আমদাবাদে ১৯ ডিসেম্বর ২০১৯ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময়, বিক্ষোভকারীরা মারমুখী হয়ে কয়েকজন পুলিশকে ঘিরে ধরে ও পাথর ছোঁড়ে। ২০২০'র মার্চ মাসের শুরুতে এটিকে দিল্লির ঘটনা বলে ভুয়ো দাবি করা হয়েছিল, তখন বুম ভিডিওটি খণ্ডন করে।