Claim
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া গ্রাফিক পোস্টে ভুয়ো দাবি করা হয়েছে যে উত্তরপ্রদেশের হরদোইয়ের বিজেপি নেতা মহেন্দ্র যাদবের কন্যা বৈশালী যাদব নিজেকে ইউক্রেনের ডাক্তারি ছাত্রী পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত সরকারের বদনাম করছে। ফেসবুকে ছড়ানো গ্রাফিক পোস্টটিতে লেখা হয়েছে, “নোংরা রাজনীতি! ভারত বিরোধিত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর। মেয়েটির পরিচয়: নাম বৈশালী যাদব, পিতা: মহেন্দ্র যাদব, সমাজবাদী পার্টির নেতা, হরদোই, উত্তরপ্রদেশ। মোদী সরকারকে বদনাম করবার জন্য নিজেকে ইউক্রেনের ডাক্তারি ছাত্রী পরিচয় দিয়ে ভিডিও আপলোড করেছিল। উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করার পর সামনে এল আসল সত্য!”
Fact
বুম যাচাই করে দেখে ভাইরাল দাবিটি সঠিক। বুম বৈশালীর বাবা মহেন্দ্র যাদবের সঙ্গে কথা বললে তিনি জানান বৈশালী ৩ মার্চ দেশে ফিরেছে। বৈশালী ইউক্রেন থেকেই দেশে ফেরানোর আর্তি জানিয়ে ওই ভিডিও তৈরি করেছিলেন। তাঁকে পুলিশ গ্রেফতার করেনি একথাও বুমকে জানান মহেন্দ্র যাদব। টেরা-পুরসৈলি গ্রামের নির্বাচিত গ্রাম-প্রধান হলেন বৈশালী। বুম হরদোই জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলে এসপি’র দফতর থেকে জানানো হয় যে—"বৈশালীকে গ্রেফতার করার খবরটি ভুয়ো। যখন শেষ তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়, তখন বৈশালী ইউক্রেনে ছিল। বৈশালীর গ্রেফতার হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।" হরদোই জেলার পুলিশ সুপার রাজেশ দ্বিবেদীও এক বিবৃতিতে বৈশালীর গ্রেফতারির খবর ভুয়ো বলে উড়িয়ে দেন। বুম ভাইরাল হওয়া এই ভুয়ো দাবি আগেই তথ্য-যাচাই করেছে।