Claim
নিউ ইয়র্ক টাইমসের প্রধান সম্পাদকের নামে বক্তব্য বলে এক ভুয়ো বার্তা ছড়ানো হয়েছে সোশাল মিডিয়ায়। ফেসবুক পোস্টে ভাইরাল হওয়া সেই বার্তার সারমর্ম হল, নিউ ইয়র্ক টাইমসের প্রধান সম্পাদক জোসেফ হোপ ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীর উত্থানে আশঙ্কা প্রকাশ করেছেন।
Fact
বুম দেখে বার্তাটি সম্পূর্ণভাবে ভুয়ো এবং জোসেফ হোপ নামে নিউ ইয়র্ক টাইমসের কোনও কর্মীও নেই। ওই সংবাদপত্রের তরফে একটি ই-মেল বার্তায় সে কথা স্পষ্টভাবে জানিয়েও দেওয়া হয়েছে। পত্রিকার জনসংযোগ দফতরের আধিকারিক নিকোল টেলর সেই বার্তায় জানিয়েছেন, "জোসেফ হোপ নামে নিউ ইয়র্ক টাইমসের কোনও সম্পাদক নেই, এই সংবাদপত্রের সম্পাদকের নাম ডিন বাকেট l আমাদের সংবাদ দফতর একটি স্বাধীন বিভাগ এবং আপনারা যে-কেউ ইচ্ছা করলে ভারত সম্পর্কে আমাদের পত্রিকার আসল প্রতিবেদন www.nytimes.com/india-তে দেখে নিতে পারেন l" নিউ ইয়র্ক টাইমস-এর সম্পাদকদের তালিকা তাদের ওয়েবসাইটে খুঁজলে ডিন বাকেট-কে পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক হিসাবে দেখতে পাওয়া যাবে। এর আগেও কাল্পনিক এই জোসেফ হোপের নাম করে ভুয়ো বার্তা ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে।