Claim
এক মহিলার সামনে ঝুঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রণাম করার পুরনো ছবি ফের ভুয়ো দাবিসহ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি পোস্ট করে দাবি করা হয় প্রধানমন্ত্রী মোদী শিল্পপতি গৌতম আদানির স্ত্রীয়ের সামনে এভাবেই ঝুঁকে প্রণাম জানিয়েছেন। ভাইরাল সেই ছবিতে ক্যাপশন হিসাবে লেখা হয়, "তিনি দেশের প্রধানমন্ত্রী, আদানির স্ত্রীর সামনে এতো ঝুকতে হবে কেন? উত্তর একদিন সময় বলে দেবে। অপেক্ষা করুন"।"
Fact
বুম ২০১৯ সালে ভাইরাল এই ছবির সাথে ছড়ান ভুয়ো দাবি খণ্ডন করে। আমরা দেখতে পাই শিল্পপতি গৌতম আদানির স্ত্রী প্রীতি আদানির সাথে ভাইরাল ছবিতে থাকা মহিলার কোন মিল নেই। এছাড়াও আমরা জানতে পারি ছবিতে থাকা ওই মহিলা হলেন আদতে কর্ণাটকের তুমকুর শহরের প্রাক্তন নগরপালিকা গীতা রুদ্রেশ। ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর তারিখে বেঙ্গালুরুর ৯০ কিমি দূরে অবস্থিত বসান্থানারসাপুরা শিল্পতালুকে একটি খাদ্য পার্কের উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় সৌজন্যবসত পরস্পরকে ওই ভঙ্গিমায় স্বাগত জানান প্রধানমন্ত্রী ও গীতা রুদ্রেশ। ২০১৪ সালে এই ছবি নিয়ে সংশয় এড়াতে একজন সাংবাদিক বিষয়টি স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন।