Claim
পশ্চিমবঙ্গের দাবি করে সম্প্রতি এক শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলকে 'বিশ্ববিদ্যালয়' নামের ত্রুটিপূর্ণ বানানের ছবি ফের ছড়াল সোশাল মিডিয়ায়। ভাইরাল ওই ছবিতে কলেজের হোর্ডিংয়টিতে "জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত Institute Of Business Studies (IBS)" 'বিশ্ববিদ্যালয়' বনান ত্রুটিপূর্ণভাবে 'বিশ্বদ্যিালয়' লেখা রয়েছে বলে লক্ষ্য করা যায়। ছবিটি পোস্ট করে লেখা হয়, "বিশ্ববিদ্যালয় এরম হলে Umbrella Amrela হবে, কারো কিছু করার নেই!"
Fact
বুম ভাইরাল ছবিতে দেখতে পাওয়া এই শিক্ষাপ্রতিষ্ঠানটির বিষয়ে জানতে তাকে রিভার্স সার্চ করে দেখতে পায় বেশ কয়েকজন বাংলাদেশি সোশাল মিডিয়া ব্যবহারকারী এই ছবিটি পোস্ট করেছিলেন। এই তথ্য ও নামফলকটিতে লেখা শব্দগুলিকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা গুগলে "ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ বাংলাদেশ" শব্দগুলি সার্চ করায় গুগল ম্যাপে বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে চিহ্নিত করা যায়। এরপর আমরা এবিষয়ে ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজের ডিরেক্টর শরিফুল ইসলাম লিখনের সাথে যোগাযোগ করলে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিটি তাদেরই বলে আমাদের নিশ্চিত করেন। তিনি বলেন, "ইনস্টিটিউটের ছবিটি আমাদের। তবে এই ব্যানারের ছবিটি ভুয়ো"। বুম স্বাধীনভাবে ভাইরাল ছবিতে দেখতে পাওয়া বানান ভুল সহ হোর্ডিংয়ের দৃশ্যের সত্যতা যাচাই করতে পারেনি। এর আগে জুন মাসে পশ্চিমবঙ্গের দাবি করে ছবিটি ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে।