Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পঞ্চম শ্রেণী থেকে কি ডাচ পড়ুয়াদের জন্য 'গীতা' পড়া বাধ্যতামূলক হল?

বুম নেদারল্যান্ডস সরকারের ওয়েবসাইট খুঁজে দেখেছে সেখানে এরকম কোনও নীতি প্রণয়নের তথ্যের উল্লেখ নেই। গণমাধ্যমেও এরকম কোনও খবর প্রকাশিত হয়নি।

By - Sk Badiruddin | 4 Aug 2019 12:58 PM GMT

ভাইরাল হওয়া সোশাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে নেদারল্যান্ডস-এর সরকার আইন প্রণয়ন করে পঞ্চম শ্রেণী থেকে ‍'গীতা' পড়া বাধ্যতামূলক করেছে।

ভাইরাল হওয়া পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, 'আমাদের দেশে গীতা প্রত্যেক স্কুলে চালু করা দরকার।'

‍পোস্টে দেওয়া ছবিটিতে লেখা রয়েছে, ''নেদারল্যান্ডের মোট জনসংখ্যা ১ কোটি ৭০ লক্ষ। সেখানে হিন্দু মাত্র ২ লক্ষ ১৫ হাজার! অথচ সরকার আইন প্রণয়ন করে পঞ্চম শ্রেণী থেকে 'গীতা' পড়া বাধ্যতামূলক করলো!! কারণ গীতা পড়লে মানসিক বিকাশ ঘটবে..."

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৭৮৫ জন শেয়ার করেছেন পোস্টটি। এবং লাইক করেছেন ৪৩ জন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

তথ্য যাচাই

বুম নেদারল্যান্ডস সরকারের এই পদক্ষেপের ব্যাপারে বিশ্বাসযোগ্য কোনও গণমাধ্যমের প্রতিবেদন খুঁজে পায়নি।

বুম নেদারল্যান্ডস সরকারের ওয়েবসাইট খুঁজে দেখেছে। সেখানে বাধ্যতামূলক বিষয়ের তালিকায় 'গীতা' ধর্মপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্তির কোনও উল্লেখ করা নেই। জনসাধারনের জন্য পরিচালিত সরকারী স্কুলে ধর্ম বা নীতি শিক্ষার সংস্থান না থাকলেও বেসরকারী স্কুলে সেরকম কোনও বিধিনিষেধ নেই।

বাধ্যতামূলক বিষয় হিসেবে নেই 'গীতা' অন্তর্ভুক্তির কথা।
জনসাধারনের জন্য পরিচালিত সরকারী স্কুলে নেই ধর্ম বা নীতি শিক্ষার সংস্থান।

বুম খুঁজে দেখেছে ২০১৬ সালে একই বিবৃতি টুইটারে ভাইরাল হয়েছিল।

(ইংরেজিতে মূল ক্যাপশন: Bhagavad Gita classes made compulsory for Dutch students from Grade 5 -The Netherlands Law)



?s=20
২০১৬ সালে ছড়ানো টুইট। টুইটটি আর্কাইভ করা আছে এখানে

সেখানে ব্যবহার করা হয়েছিল দুটি বাচ্চা মেয়ের ছবি। বুম রিভার্স সার্চ করে জানতে পারে ছবিগুলি ইসকনডিজায়ারট্রি ওয়েবসাইটের একটি ওয়াবপেজের। ওয়েবপেজটি ডিলিট করে দেওয়া হয়েছে।

বুম ইন্টারনেট আর্কাইভ থেকে ক্যচে ভার্সন ওয়েবপেজটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। 'বিউটিফুল লিটিল বৈষ্ণব' শিরোনামে প্রকাশ হয়েছিল ওই ছবিটি।

ওয়েবসাইটটির ওয়েবক্যাচে ভার্সনের স্ক্রিনশট

বুম ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে আরও কিছু ভিডিও খুঁজে পেয়েছে। ভিডিওগুলিতে সংস্কত শ্লোক পড়তে দেখা যাচ্ছে বাচ্চাদের।

পোস্টগুলিতে ক্যাপশন লেখা হয়েছে, 'ভগবতগীতা ক্লাস পঞ্চম শ্রেণী থেকে ডাচ পড়ুয়াদের বাধ্যতামূলক করা হয়েছে।'

(মূল ইংরেজিতে ক্যাপশন: Bhagavad Gita classes made compulsory for Dutch students from Grade 5)

ফেসবুকে ভাইরাল বাচ্চাদের সংস্কৃত উচ্চারণের পুরনো ভিডিও। সঙ্গে দাবি সেগুলি ডাচ পড়ুয়াদের।

বুম 'কিড লারনিং সংস্কৃত', 'সংস্কৃত চ্যন্টিং ইন স্কুল' প্রভৃতি গুগুল ও ইউটিউবে সার্চ করে জানতে পারে সেগুলি নেদারল্যান্ডস-এর ডাচ পড়ুয়াদের ভিডিও নয়।

সেগুলি লন্ডনের সন্ত জেমস স্কুলের পড়ুয়াদের সংস্কৃত শেখার ভিডিও। ১৯৭৫ সালে সন্ত জেমস স্কুল স্থাপিত হয়। ভাষা শিক্ষা অঙ্গ হিসেবে বাচ্চাদের রয়েছে সংস্কৃত শিক্ষার পাঠ, ব্যকরণ, বানানবিধি। পাঠ্যসূচি হিসেবে বিভিন্ন ক্লাস ও স্তরের পড়ুয়াদের জন্য সংস্কৃত ভাষা অন্তর্ভুক্ত। আয়োজন করা হয় বাৎসরিক ধর্মীয় পাঠ প্রতিযোগীতাও। বিস্তারিত জানা যাবে সন্ত জেমস স্কুলের ওয়েবসাইটে

সন্ত জেমস স্কুলের ওয়েবসাইটের স্ক্রিনশট।

সন্ত জেমস স্কুলের সংস্কৃত ভাষা শিক্ষার পরিচালক পল পালমারোজার-এর ডিডিনিউজ-কে দেওয়া ইন্টারভিউ নীচে দেওয়া হল।

Full View

Related Stories