Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ফেসবুক পোস্টে ব্যক্তির হার্টে মেশিন লাগানোর ছবিটি আসলে হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়রের

তার বুকে লাগানো মেশিনটি আসলে প্রস্থেটিক মেকাপ। হলিউড আভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র ২০০৭ সালে আয়রন ম্যান সিনেমার শুটিংয়ের সময় ওই মেকাপ করেছিলেন।

By - Sk Badiruddin | 1 July 2019 1:53 PM GMT

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে টনি স্টার্ক নামের এক ব্যক্তির হার্ট খারাপ হয়ে গেছে। তার বুকে লাগানো হয়েছে একটি মেশিন। ৬ মাস অন্তর বদলাতে হয় ওই মেশিনটি। তাকে আর্থনৈতিক সাহায্যের জন্য আবেদন করা হয়েছে নেটিজেনদের।

পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘একটি মানবিক আবেদন। এই লোকটির নাম টনি স্টার্ক। উনার হার্ট খারাপ হয়ে গেছে। এবং এই মেশিনটির সাহায্যে তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু এই মেশিনটিও প্রতি ছয় মাস পরপর পাল্টাতে হয়। ডাক্তাররা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে নতুন মেশিন লাগাতে হবে, যার খরচ প্রায় ৭৫ লক্ষ টাকা।
লোকটির দারিদ্র্যের কথা জানতে পেরে, ফেসবুক থেকে প্রতি লাইক এর জন্য এক টাকা, কমেন্ট এর জন্য পাঁচ টাকা, এবং শেয়ার এর জন্য দশ টাকা উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দান করার কথা ঘোষণা করেছে।’’

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টটি ১২ হাজারের বেশি লাইক, ১৬ হাজারের বেশি মন্তব্য ও ১৬ হাজারের বেশি শেয়ার করা হয়েছে। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

পোস্টটির স্ক্রিনশট।

ফেসবুক পোস্টে দেওয়া ছবিগুলি হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের। ২০০৮ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা আয়রন ম্যান-এ ডাউনি জুনিয়র কেন্দ্রীয় চরিত্র আয়রন ম্যান তথা টনি স্টার্কের ভূমিকায় অভিনয় করেন।

ছবিগুলিকে রিভার্স সার্চ করলে মেকাপ শিল্পী জামি কেলমানের ইনস্টাগ্রাম প্রোফাইলের পোস্টে নিয়ে যায়। জামি কেলমান ১১ মার্চ, ২০১৮ তার ইনস্টাগ্রাম পোস্টে জানান,‘‘এই প্রস্থেটিক মেকাপ স্টান উইনস্টোন স্টুডিওতে সানে মাহানের তত্বাবধনে তৈরি করা হয়েছিল। এবং আমাদের মধ্যে তিনজন—আমার বস, মেকাপ বিভাগের প্রধান ডেবোরাহ লা মিয়া ডিনাভার, রিচি আলোনজো এবং আমি তা প্রয়োগ করেছিলাম।’’

তিনি ওই পোস্টে আরও জানান ছবিগুলি ডাউনি জুনিয়র অভিনীত ২০০৮ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা অয়রন ম্যান-এর শুটিংয়ের প্রথম দিন ১২ মার্চ, ২০০৭ মেকাপের সময় তোলা হয়েছিল।

//www.instagram.com/embed.js

ইংরেজিতেও এই রকম ভুয়ো পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছিল কয়েকমাস আগে। তখন ফেসবুকের সংযোগ তত্বাবধায়ক কেজিয়া অনিম ওড্ডো ২০ মে ২০১৯ আফ্রিকা ফ্যাক্টচেক-কে জানান, ‘‘প্রথমত এই পোস্টটি অসত্য আর দ্বিতীয়ত ফেসবুক লাইক, কমেন্ট ও শেয়ারের জন্য কোনও টাকা প্রদান করছে না।’’

এই ধরনের পোস্ট আগে এএফপি ফ্যাক্টচেক খন্ডন করেছে।

Related Stories