Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পাক শিল্পীদের বয়কট করলে, শাহরুখ খান ভারত ছাড়ার হুমকি মোটেই দেননি

পুলওয়ামা হানার পর থেকে ভুয়ো খবরের নিশানায় রয়েছেন শাহরুখ খান।

By - Swasti Chatterjee | 25 Feb 2019 1:20 PM GMT

সোশাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে যে, পাকিস্তানি শিল্পীদের এখানে কাজ করতে না দিলে, শাহরুখ খান ভারত ছাড়ার হুমকি দিয়েছেন। কিন্তু এ খবর একবারে মিথ্যা। অভিনেতা তেমন কোনও বিবৃতি দেননি।

একটি জাল উদ্ধৃতিকে শাহরুখ খানের বিবৃতি বলে চালানো হচ্ছে। হিন্দিতে লেখা ওই উদ্ধৃতিকে বাংলা করলে দাঁড়ায়: “পাকিস্তানের শিল্পীদের বহিষ্কার করা হলে, আমি দেশ ছাড়ব।”

হিন্দি বয়ান: पाकिस्तान के कलाकारों का बहिष्कार हुआ तो मे देश छोडुंगा -शाहरुख खान।

অনেক টুইটার ব্যবহারকারী ওই ভুয়ো উদ্ধৃতি টুইট করেছেন। এই প্রতিবেদন লেখার সময়, টুইটটি প্রায় ৭০০ লাইক পেয়েছিল।

আরকাইভে টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।

ওই খবর ফেসবুকেও ছড়িয়েছে। বেশ কিছু ফেসবুক ব্যকহারকারী সেটি তাঁদের গ্রুপেপোস্ট করেছেন।

তথ্য যাচাই

বুম সব প্রকাশিত খবর খুঁটিয়ে দেখে। দেখা যায়, শাহরুখ খান ওই ধরনের কোনও মন্তব্য সাম্প্রতিক কালে করেননি। উপরন্তু, উনি পুলওয়ামা হামলায় নিহত ৪০ সিআরপি সেনার পরিববারকে সমবেদনা জানিয়েছেন।



বুম গজেন্দ্র চৌহানের সঙ্গে কথা বলে। চৌহান ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্প্লইজ-এর উপদেষ্টা পর্ষদের সদস্য। উনি বলেন, “সে রকম কোনও কথা, কোনও ভারতীয় অভিনেতা বলেননি। পাকিস্তানি কলাকুশলী, সংগীত শিল্পী আর অভিনেতাদের কাজ না দেওয়ার ব্যাপারে ইন্ডাস্ট্রির সকলে এককাট্টা।”

পাকিস্তানি শিল্পীদের বহিষ্কার করার ব্যাপারে, অল ইন্ডিয়া সিনে ওয়ারকার্স অ্যাসোসিয়েশনও এক বিবৃতি দেয়।



পুলওয়ামা হামলার পর, বিগত এক সপ্তাহের মধ্যে, এই নিয়ে দুবার ওই বলিউড অভিনেতা সম্পর্কে দুটি ভুয়ো খবর ভাইরাল হল। সপ্তাহের শুরুতে, খবর ছড়াল যে, পাকিস্তানে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটার পর শাহরুখ খান নাকি পাকিস্তানি সরকারকে ৪৫ কোটি টাকা দান করেছেন। অথচ পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি ৪০ সিআরপিএফ সেনা নিহত হলেও উনি একটি পয়সাও খরচ করেননি। বুধবার দিন, বুম ওই মিথ্যে খবরগুলিকে খন্ডন করে।

Related Stories