Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, এটি মতিলাল ভোরার রাহুল গান্ধীর পা ছোঁয়ার ছবি নয়

ছবিটিতে মাথা নোয়াতে যাওয়া ব্যক্তিটি ছত্তিশগড়ের মন্ত্রী টি এস সিংদেও।

By - Anmol Alphonso | 6 July 2019 2:24 PM GMT

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে পোস্টটিতে প্রবীণ কংগ্রেস রাজনীতিবিদ মতিলাল ভোরাকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পা ছুঁতে দেখা যাচ্ছে, সেটি ভুয়ো।

গান্ধী পরিবারের দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর প্রেক্ষিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভোরা খবরের শিরোনামে চলে এসেছেন।



এনডিটিভি-র রিপোর্টে বলা হযেছে, কংগ্রেস দলের অভ্যন্তরীণ নিয়মবিধি অনুসারে দলীয় সভাপতি ইস্তফা দিলে সবচেয়ে বর্ষীয়ান নেতা যিনি, তাঁরই দলীয় সভা পরিচালনা করা এবং দলের দৈনন্দিন কার্যকলাপ দেখাশোনা করার কথা।

বুম তার হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর ৭৭০০৯০৬১১১-এ নীচের বার্তাটি পেয়েছিল:

ভাইরাল হোয়াটসঅ্যাপ বার্তাটি।

ছবির ক্যাপশনে লেখা – “৯০ বছর বয়সী কংগ্রেস সভাপতি মতিলাল ভোরা রাজা রাহুলের পা ছুঁয়ে আশীর্বাদ চাইছেন আর মনমোহন সিংহ ফুলের স্তবক হাতে পাশে অনুগত গৃহ-পরিচারকের মতো দাঁড়িয়ে রয়েছেন।”

টুইটারে ভাইরাল

একই ক্যাপশন সহ টুইটারেও ছবিটি ভাইরাল হয়েছে।

বিভ্রান্তিকর টুইট।

টুইটটি



?s=20">এখানে দেখা যাবে। টুইটটি আর্কইভ করা আছে এখানে

একই ছবি টুইটারে ভাইরাল।

টুইটটি দেখা যাবে



?s=20">এখানে। টুইটটি আর্কাইভ করা আছে এখানে

ফিনান্সিয়াল এক্সপ্রেসের ম্যানেজিং এডিটর সুনীল জৈন অবশ্য ছবিটি শেয়ার করে টুইট করেন—“দেখে ভাল লাগছে যে, ভারতীয জাতীয় কংগ্রেস গান্ধী পরিবারের থেকে বেরিয়ে আসতে পেরেছে, যেমনটা রাহুল গান্ধীও চেয়েছিলেন। নতুন সভাপতি মতিলাল ভোরা রাহুলের পা ছুঁতে নীচু হননি, তাঁর স্রেফ পা হড়কে গিয়েছিল।”

ডিলিট করে দেওয়া টুইটটি।

পরে অবশ্য তিনি



">টুইটটি মুছেও দেন এই যুক্তিতে যে, "ছবিটি নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।"



তথ্য যাচাই

২০১৮ সালের ডিসেম্বরে এই একই ছবি ভাইরাল হয়েছিল। বুম সে সময়েই তথ্য-যাচাই () করে জানিয়েছিল, ছবিটি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-এর শপথগ্রহণ অনুষ্ঠানের।

ছবিতে যাঁকে মাথা নোয়াতে দেখা যাচ্ছে বলে ভাইরাল পোস্টে দাবি করা হয, তিনি মতিলাল ভোরা নন, টি এস সিংদেও।

ছবিতে কালো জুতো পরা যে লোকটিকে মাথা নোয়াতে দেখা যাচ্ছে, সেই একই জুতো পরা ছবি টি এস সিংদেওর সরকারি ফেসবুক প্রোফাইলে রয়েছে, পাশাপাশি দুটো ছবি রাখলেই সেটা স্পষ্ট।

ভাইরাল হওয়া ছবিতে টি এস সিংদেও।

হিন্দি সংবাদপত্র পত্রিকা সে সময়েই রিপোর্ট করেছিল যে, সিংদেও নীচু হয়েছিলেন মনমোহন সিংয়ের হাতে ধরা ফুলের তোড়া থেকে ঝুলে থাকা একটি সুতো কুড়িয়ে নিতে। (পড়তে এখানে ক্লিক করুন)

পত্রিকা সংবাদপত্রের ই-পেপার।

বুম সে সময় শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত এক স্থানীয় সাংবাদিকের সঙ্গেও কথা বলেছিল, তিনি জানিয়েছিলেন, টি এস সিংদেও মোটেই রাহুল গান্ধীর পা ছুঁতে যাননি, যেমনটা ছবিতে বলা হচ্ছে।

Related Stories